সফলতার গোপন রহস্যঃ সক্রেটিস ও এক যুবক- Secret to Success: Socrates and the young Man (Motivational Story in Bangla)

Secret to Success (সফলতার রহস্য)

কোনো একসময় একজন যুবক সক্রেটিসকে সাফল্যের রহস্য জিজ্ঞাসা করলেন। সক্রেটিস যুবকটিকে তার পরের দিন সকালে নদীর ধারে তার সাথে দেখা করতে বললেন। যুবকটি পরদিন সকালে তার সাথে দেখা করতে এলে সক্রেটিস যুবকটিকে তার সাথে নদীর দিকে হাঁটতে বললেন। এভাবে হাটতে হাটতে তারা যখন নদীর পানির মধ্যে গেলো এবং পানি যখন ঘাড় স্পর্শ করলো, তখন সক্রেটিস হঠাৎ করে যুবকটির ঘাড় পানিতে ডুবিয়ে ধরে রাখলেন। ছেলেটি পানির ভেতর থেকে তার ঘাড় বের করার জন্য খুব struggle করতে লাগলো। কিন্তু সক্রেটিস তার মাথা আরো জোরে পানির মধ্যে চেপে বেশ কিছু সময় ধরে রাখলেন, এবং এক সময় বাতাসের অভাবে ছেলেটির চেহারা নীল হয়ে গেলো। এবার সক্রেটিস তার মাথাকে পানি থেকে টেনে বের করলেন। যুবকটি মুমুর্ষের মতো হাপাতে হাপাতে হা করে গভীরভাবে শ্বাস নিলো, তার কাছে মনে হলো- এইমাত্র সে মৃত্যু থেকে জীবন ফিরে পেলো। এবার সক্রেটিস তাকে জিজ্ঞাসা করলেন, 'তোমার মাথা যখন পানির মধ্যে ডুবানো ছিলো তখন তুমি সবচেয়ে গভীরভাবে কোন জিনিসটি চেয়েছিলে?' ছেলেটি উত্তর দিল- আর কিচ্ছু নয়, শুধুই 'বাতাস'সক্রেটিস বলেন, "That is the secret to success.পানিতে তোমার মাথা ডুবে থাকার সময় বাঁচার জন্য যেভাবে তুমি সাংঘাতিকভাবে বাতাস চেয়েছিলে, ঠিক সেইভাবে যদি তুমি সাফল্য অর্জনের জন্য চেষ্টা করো, তখন তুমি অবশ্যই সফল হবে। "এছাড়া সাফল্যের আর অন্য কোন রহস্য নেই"
Moral of the Story
যে কোনো ক্ষেত্রে সফলতার জন্য সবচেয়ে যে জিনিসটি বেশি প্রয়োজন, সেটি হলো- জ্বলন্ত আকাঙ্ক্ষা বা burning desireঅল্প আগুন যেমন বেশি তাপ দিতে পারে না, ঠিক তেমনই একটি দুর্বল প্রচেষ্টা খুব ভাল ফলাফল উপহার দিতে পারে না। যে কোনো লক্ষ্য অর্জনের জন্য সাফল্যের অনুপ্রেরণা আসে জ্বলন্ত আকাঙ্ক্ষা থেকে। সুতরাং মনের মধ্যে সাফল্যের আগুনকে জ্বালিয়ে দিন দাউদাউ করে, সেটি হতে পারে যে কোনো লক্ষ্য অর্জনের জন্য। সফলতা আসবেই, আজ অথবা কাল।


The inspirational story 'Secret to Success' in Bengali: Once a young man asked Socrates about the secret to success. Socrates reply in a different way. This is a famous motivational story and Many people changed their life following the moral of the story. Watch The Full video to enjoy the story, take the lesson from it and implement in your life. You will succeed surely. *** SUBSCRIBE The Channel to get more Motivational/Inspiration Story in Bangla ***

Comments

Popular posts from this blog

কেএফসি'র প্রতিষ্ঠাতা কলোনেল স্যান্ডার্স এর জীবনের গল্প- শত ব্যর্থতার পর সফলতার এক বিরল দৃষ্টান্ত- Life Story of Colonel Sanders (Founder of KFC) -A Story of Great Inspiration in Bangla

Complaining with No Intention of Solution (Motivational Story in Bangla-2)