নতুন চাকরিতে কীভাবে সফলতা অর্জন করবেন?-How to Be Successful at a New Job

How to Be Successful at a New Job


কর্মস্থলে প্রথম দিকেই একবার যদি আপনি orientation material গুলো absorb করতে পারেন , তাহলে সেটি হবে আপনার কংক্রিট অ্যাকশন প্ল্যান এ নামার প্রথম মাইলফলক। আপনার কাজের প্রথম কয়েকদিনকে কম গুরুত্ব দেয়া একেবারেই উচিৎ নয়। কারণ এই সময়টিই কোম্পানীতে আপনার প্রতি solid first impression তৈরির উপযুক্ত একটি সময়। এই সময়টি আপনি যদি Strongly অতিক্রম করতে পারেন, তাহলে আপনার সহকর্মীদের সাথে পারস্পরিক সহযোগীতার ভিত্তিতে কর্মক্ষেত্রে আপনি সফলতার প্রথম সিড়িতে আরোহন করতে পারবেন।
আসুন জেনে নিই নতুন কর্মক্ষেত্রে কীভাবে সফলতা অর্জন করবেন?
* কোম্পানীতে আপনার ভূমিকাটি ভালভাবে বুঝুনঃ

* প্রতিষ্ঠান সম্পর্কে জানুনঃ

* one-on-one connections তৈরি করুনঃ

* কোম্পানীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুসম্পর্ক তৈরি করুন

* আপনার বসের এক্সপেকটেশন জানতে চেষ্টা করুন অর্থাৎ তিনি আপনার নিকট থেকে কী প্রত্যাশা করেন।

* বসের সাথে Informational Meeting করুন

* ১ মাস, ২ মাস, ৩ মাস মেয়াদী পরিকল্পনা তৈরি করুন।

* আপনার বসের সাথে আলোচনার ভিত্তিতে realistic goals সেটাপ করুন

* আপনার নেটওয়ার্ক প্রসারিত করুন

* প্রয়োজনের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিন

* কোনো প্রোজেক্ট বা Goals কমপ্লিট করলে তা বসকে Inform করুন-

* আপনার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্থ করে এমন ভুল করা থেকে বিরত থাকুনঃ

* কোম্পানীর ব্যাপারে সর্বদা Positive থাকুনঃ

আপনার চাকরি জীবন হবে মধুময়, সফল আপনি হবেনই।

আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে আমাদের উতসাহিত করুন, আর আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করুন। আর, সাবস্ক্রাইব বাটনটি হলো আমাদের প্রতি আপনার ভালোবাসা। আপনি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে করে এই চ্যানেল থেকে আরো তথ্যবহুল ভিডিও আপনি পান সবার আগে।

Comments

  1. 50K+ Backlink Free


    Bangla Motivational Story

    আমাদের দুইটি সাইটে আপনি,
    Comment BackLink করতে চাইলে
    করতে পারেন !
    আমার সাইটের নাম

    www.webangali.com


    www.bd-express.top

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

সফলতার গোপন রহস্যঃ সক্রেটিস ও এক যুবক- Secret to Success: Socrates and the young Man (Motivational Story in Bangla)

কেএফসি'র প্রতিষ্ঠাতা কলোনেল স্যান্ডার্স এর জীবনের গল্প- শত ব্যর্থতার পর সফলতার এক বিরল দৃষ্টান্ত- Life Story of Colonel Sanders (Founder of KFC) -A Story of Great Inspiration in Bangla

Complaining with No Intention of Solution (Motivational Story in Bangla-2)